নিউজ ডেস্ক : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হকের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তাকে আইসিইউ থেকে কেবিনে দেওয়া হয়েছে। তিনি স্বাভাবিকভাবেই শ্বাসপ্রশ্বাস নিতে পারছেন। কথাও বলছেন।
বৃহস্পতিবার মেয়র আনিসুল হকের পারিবারিক সুত্রে এ তথ্য জানা যায়।
তবে দর্শনার্থীর ভিড় এড়ানো ও রিহ্যাবিলিটেশনের জন্য তাকে গোপনে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এজন্য হাসপাতালের নামও গোপন রাখা হচ্ছে বলে জানিয়েছেন ডা. আবদুন নূর তুষার। ১১ আগস্ট থেকে তিনি লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন।
মেয়েকে দেখতে গত ২৯ জুলাই সপরিবারে লন্ডনে যান আনিসুল হক। সেখানে অবস্থানকালে তিনি অসুস্থ হয়ে পড়েন। দীর্ঘ দুই মাস ধরে এ নিয়ে অসুস্থতায় ভুগছেন তিনি। ১৩ আগস্ট হাসপাতালে চেকআপ করাতে যান। চেকআপ করা শেষে বাসায় ফিরে অসুস্থ হয়ে পড়েন (জ্ঞান হারিয়ে ফেলেন)।
পরীক্ষা-নিরীক্ষার পর মেয়রের সেরিব্রাল ভ্যাসকুলাইটিস বা মস্তকের রক্তনালীতে প্রদাহজনিত রোগ ধরা পড়ে। ডাক্তারি ভাষায় একে ‘মাইল্ড ব্রেইন স্ট্রোক’ বলা হয়।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস