শুক্রবার, ১০ নভেম্বর, ২০১৭, ১১:৫৪:২০

অ্যাম্বুলেন্সে পাওয়া গেলো ৯৫ কেজি গাঁজা

অ্যাম্বুলেন্সে পাওয়া গেলো ৯৫ কেজি গাঁজা

নিউজ ডেস্ক : একটি অ্যাম্বুলেন্স তল্লাশি করে পাওয়া গেছে ৯৫ কেজি গাঁজা। বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুরের টিক্কাপাড়া পানির পাম্পের কাছে অ্যাম্বুলেন্স থেকে এ গাঁজা উদ্ধার করে ডিবি পুলিশ। এসময় তিনজনকে আটক করা হয়।

ডিবি দক্ষিণের সহকারী পুলিশ কমিশনার খন্দকার রবিউল আরাফাত লেনিন এ তথ্য জানান।

গ্রেপ্তাররা হলেন- মো. সবুজ (২৫), মো. মিলন (২৮) ও মো. জাহিদ হাসান (২৪)।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে কাঁচপুর সেতু দিয়ে একটি অ্যাম্বুলেন্স রাজধানীতে প্রবেশ করে। গোয়েন্দা পুলিশ থামার সংকেত দিলে অ্যাম্বুলেন্সটি সাইরেন বাজিয়ে দ্রুত চলে যায়। পরে অনুসন্ধান চালিয়ে অ্যাম্বুলেন্সটি মোহাম্মদপুর এলাকায় সন্ধান পাওয়া যায়।

পুলিশ অ্যাম্বুলেন্সটি তল্লাশি করে এর ভেতর কোনো রোগী পায়নি। পাওয়া গেছে ৬টি বস্তায় ৯৫ কেজি গাঁজা।

পুলিশ জানায়,  গাঁজার উৎস জানা যায়নি। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে তা জানা যাবে। মনে হচ্ছে সীমান্ত এলাকা থেকে এনেছে।

আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে অ্যাম্বুলেন্সে মাদকের এই চালান আনা হয়েছে বলে জানায় পুলিশ। মুমূর্ষু রোগী আছে ভেবে পথে কেউ থামায় না, আবার সেতুতে টোলও দিতে হয় না। সাইরেন বাজিয়ে দ্রুত চলাচলা করতে পারে। এ সুযোগে অ্যাম্বুলেন্সে মাদক পাচার হচ্ছে।
এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে