সেই ৪ খুনে চারজনের মৃত্যুদণ্ড
ঢাকা : পরকীয়ার জেরে দক্ষিণ কেরাণীগঞ্জে একই পরিবারের চারজনকে খুনের ঘটনায় দায়ের করা মামলায় ৪ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস পেয়েছেন আসামি আফসানা।
বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন ঢাকা জেলা দায়রা জজ এসএম কুদ্দুস জামান।
যাদের মৃত্যুদণ্ড দেয়া হয়েছে তারা হলেন সুমন ওরফে ডাকু সুমন, জাকারিয়া হোসেন, সিএনজি সুমন ও নাজির উদ্দিন।
অপরদিকে আসামি আফসানা ঘটনাস্থলে উপস্থিত থাকলেও যাদের হত্যা করা হয়েছে তাদের বাঁচানোর চেষ্টা করেছেন। তার অপরাধ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেন আদালত।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৪ সালের ২৫ সেপ্টেম্বর দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন কদমপুর শাকিন এলাকায় শামসুদ্দিন মিয়ার বাড়িতে পরকীয়ার জেরে সাজু, তার স্ত্রী রঞ্জু, ছেলে ইমরান ও মেয়ে সানজিদাকে হত্যা করা হয়। এ ঘটনায় সাজুর ভাই বছিরউদ্দিন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
২০১৫ সালের ১৬ জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা কেরানীগঞ্জ থানার এসআই মনিরুজ্জমান আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। আদালতে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেন।
২৬ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�