মঙ্গলবার, ০১ ডিসেম্বর, ২০১৫, ০৭:০৫:২৩

নৌবাহিনী প্রধানের তুরস্ক গমন

নৌবাহিনী প্রধানের তুরস্ক গমন

ঢাকাঃ তুরস্ক নৌবাহিনীর আমন্ত্রণে নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এম ফরিদ হাবিব আজ মঙ্গলবার (০১-১২-২০১৫) সকালে তুরস্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। এসময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশান্স) রিয়ার এডমিরাল এ এম এম এম আওরঙ্গজেব চৌধুরী ও নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকা কমডোর সৈয়দ মকছুমুল হাকিম নৌপ্রধানকে বিদায় জানান। সফরকালীন সময়ে নৌপ্রধান তুরস্ক নৌবাহিনী প্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়াও সফরের অংশ হিসেবে তিনি তুরস্ক নৌবাহিনীর বিভিন্ন প্রশিক্ষণ ঘাঁটি, নেভাল মিউজিয়াম ও জাহাজ পরিদর্শন করবেন। নৌবাহিনী প্রধানের এ সফরের মধ্য দিয়ে তুরস্ক ও বাংলাদেশ নৌবাহিনীর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতা আরো বৃদ্ধি পাবে। উল্লে¬খ্য, উক্ত সফরে সস্ত্রীক নৌবাহিনী প্রধানের সফরসঙ্গী হিসেবে দুইজন কর্মকর্তা রয়েছেন। তুরস্ক সফর শেষে নৌপ্রধান আগামী ০৬ ডিসেম্বর ২০১৫ তারিখে দেশে ফিরবেন বলে আশা করা যায়। ০১ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে