ডাকাত আতঙ্কে নাখাল পাড়ার ক্ষুদ্র দোকানীরা
রেজাউল কারিম রেজা, বিশেষ প্রতিনিধিঃ মাঝে মাঝেই তেজগাঁও শি/অ থানাস্থ নাখালপাড়া এলাকার দোকান গুলোতে হচ্ছে সশস্র ডাকাতি । গতকাল ০২-১২-২০১৫ই তারিখে আনুমানিক রাত ৪ টার পর পূর্ব নাখালপাড়ার ২ টি দোকানে হানা দেয় ডাকাত দল। ১ টি দোকান থেকে প্রায় লাখ টাকার কাপড়, নগদ টাকা এবং দোকানে রাখা ৩ ভরি সোনা আর মোবাইল দোকান থেকে মোবাইল ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। দোকান মালিকদের অভিযোগ ডাকাতরা কখনও মাইক্রো কখনও ট্রাক/ পিকাপ ভ্যানে করে অস্রসহ আসে। দেখে মনে হয় ডিবি'র লোক। তাই অনেকেই দেখেও সন্দেহ করতে পারেনা। নিকটস্থ থানায় অভিযোগ করতে ভয় পাচ্ছে ভুক্তভোগীরা। উল্লখ্য গত বছর আলফাত্তা মার্কেটের দারোয়ান কে মারধর করে অস্রের মুখে হাত পা বেঁধে টানা কয়েকটি মোবাইল দোকান লুট করে বলে এলাকাবাসীর অভিযোগ । পরে পুলিশ এসে সরজমিনে তদন্ত করে দারোয়ান কে সন্দেহ করে নিয়ে যায়। কিন্তু দোকান মালিকরা সবাই মামলা না করে নিরপরাধ দারোয়ান কে থানা থেকে ছাড়িয়ে আনে ।এর কিছু দিন পর আরও একটি বিকাশের দোকান একই পন্থায় লুট হয় । কিন্তু মালিক মামলা করলেও আজও নাকি কোন সুরাহা হয়নি । এলাকাবাসির অভিযোগ মামলা করে শুধু শুধু টাকা নষ্ট আর হয়রানি। এলাকার দোকান মালিক এবং সাধারন মানুষের মতে এলাকায় প্রবেশের পথ গুলোতে যদি রাতে চেক পোস্ট বসানো হয় তবে এই ধরনের ডাকাতি অনেকটাই কমে যাবে।
৩ ডিসেম্বর, ২০১৫/এমটি নিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস