সোমবার, ০৭ ডিসেম্বর, ২০১৫, ০৭:৪৬:১৭

ফেসবুক খুলে দেয়ার দাবিতে শিক্ষার্থীদের গণস্বাক্ষর

ফেসবুক খুলে দেয়ার দাবিতে শিক্ষার্থীদের গণস্বাক্ষর

সাভার : ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম খুলে দেয়ার দাবিতে গণবিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গণস্বাক্ষর দিয়েছেন। ‘তুলতে হবে নিষেধাজ্ঞা, খুলতে হবে ফেসবুক’ স্লোগানে কর্মসূচি পালন করেন তারা। সোমবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের এ কর্মসূচিতে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। তাদের হাতে বিভিন্ন ধরনের স্লোগান-সম্বলিত পোস্টার ছিল। শিক্ষার্থীরা বলেন, নিরাপত্তার জন্য দু’চার দিন ফেসবুক ও অন্যান্য যোগাযোগ মাধ্যম বন্ধ রাখার যৌক্তিকতা থাকতে পারে, কিন্তু অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকতে পারে না। দ্রুত ফেসবুকসহ সব সামাজিক মাধ্যমগুলো খুলে দেয়ার দাবি জানান তারা। অবস্থান কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মীর মূর্তজা আলী বাবু, সহকারী রেজিস্ট্রার আবু মোহাম্মদ মোকাম্মেল, ফার্মেসি বিভাগের শিক্ষক মো. মনির হোসেন, সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষক হাসিবুর রহমান, কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি শামীম হোসেন ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন। নিরাপত্তাজনিত কারণে সরকার গত ১৮ নভেম্বর দুপুর থেকে ফেসবুক, ভাইবার ও হোয়াটঅ্যাপস বন্ধ রেখেছে। ৭ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে