বুধবার, ০৯ ডিসেম্বর, ২০১৫, ০৫:৪৯:২২

শমসের মুবিন চৌধুরীসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

    শমসের মুবিন চৌধুরীসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

অ্যাড.এমদাদুল হক লাল, আদালত প্রতিনিধি: বিএনপির পদত্যাগ করা সাবেক ভাইস চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরীসহ ১২ জনের বিরুদ্ধে গুলশান থানায় দায়ের করা নাশকতা ও পুলিশের কর্তব্য পালনে বাধা দেয়ার মামলায় অভিযোগ গঠন করা হয়েছে। ঢাকা অতিরিক্ত মূখ্য মহানগর হাকি মো. লুৎফর রহমান শিশির বুধবার তাদের অব্যাহতির আবেদন নাকচ করে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। আদালত আগামি ৩ মার্চ সাক্ষীর জন্য দিন ধার্য করেন । অভিযোগ গঠনের সময় আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায় বিচার প্রার্থনা করেন। ফলে এ মামলায় তাদের আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হলো। এদিন বিএনপির পদত্যাগী ভাইস চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরী, বিএনপি নেতা আবুল কালাম আজাদ, মোস্তফা, বাবুল সরদারসহ ১০জন আদালতে উপস্থিত ছিলেন। অনুউপস্থিত দু’জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আদালতে আসামিদের পক্ষে এ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া ও জয়নুল আবেদীন মেজবাহ অব্যাহতির আবেদন শুনানি শেষে নাকচ করেন। শুনানিতে হয়রানির জন্য তাদের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে। মর্মে উল্লেখ করে তাদেরকে মামলার দায় থেকে অব্যাহতি দেয়া প্রার্থনা করা হয়। অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. ইকবাল হোসেন শুনানিতে বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে মামলা অব্যাহতি দেয়ার কোনো সুযোগ নেই। তাই তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হোক। উভয়পক্ষের শুনানি শেষে আদালত অব্যাহতির আবেদন নাকচ করে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। মামলার অভিযোগ থেকে জানা গেছে, গত ২০১০ সালের ২৭ জুন হরতাল চলাকালে গুলশান থানার মহাখালী রোডস্থ ওয়্যারলেস গেইটে শমসের মুবিন চৌধুরীসহ বিএনপির অজ্ঞাতনামা আরো ১০০/১৫০ কর্মী পুলিশের কাজে বাধা দেন। এছাড়া গাড়ীতে ভাংচুর ও অগ্নিসংযোগ করেন তারা। পুলিশের কাজে বাধার একপর্যায়ে শমসের মুবিন চৌধুরী পুলিশ কনস্টেবল কাজী আলালকে হত্যার উদ্দেশ্যে গলায় পারা দিয়ে ধরলে তার জিব বের হয়ে যায় বরে এজাহারে উল্লেখ রযেছে। এ ঘটনায় গুলশান থানার এসআই মোহাম্মদ আলী বাদী হয়ে মামলাটি করেন। গত ২০১৪ সালের ৩০ এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা গুলশান থানার এসআই গিয়াস উদ্দিন তদš —শেষে শমসের মুবিন চৌধুরীসহ ১২ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপএ দাখিল করেন। ০৯ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে