পুলিশের চোখ ফাঁকি দিয়ে থানা থেকে পালালো আসামি
ঢাকা : পুলিশের চোখ ফাঁকি দিয়ে থানা থেকে পালিয়ে গেছে রিমান্ডের এক আসামি। ঘটনাটি ঘটেছে রাজধানীর পল্লবী থানায়। আতিকুর রহমান সূর্য নামের রিমান্ডের আসামি পালিয়ে গেছে।
আতিক অনৈতিক কাজ-সংক্রান্ত একটি মানবপাচার মামলার আসামি। জানা গেছে, বুধবার রাতে রাজধানীর পল্লবী থানা এলাকা থেকে আতিকুরকে আটক করে পুলিশ।
রাতে জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানা হাজত থেকে বের করা হলে পুলিশের চোখ ফাঁকি দিয়ে চম্পট দেন তিনি। এ নিয়ে পুলিশ প্রশাসনে তোলপাড় চলছে।
থানা থেকে রিমান্ডের আসামি পালিয়ে যাবার ঘটনায় খোদ পুলিশের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত আতিকুরকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানা গেছে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির গণমাধ্যমকে জানান, দুদিনের রিমান্ডে বৃহস্পতিবার সূর্যকে জিজ্ঞাসাবাদ করতে থানা হেফাজতে নেয়া হয়। তাকে জিজ্ঞাসাবাদ করছিলেন এসআই জিল্লুর রহমান খান।
তিনি জানান, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে রাত সাড়ে ৮টার দিকে এসআই জিল্লুর আসামিকে বসিয়ে রেখে সম্ভবত বাথরুমে গিয়েছিলেন। এর এক ফাঁকে পালিয়ে যায় সে।
ওসি জানান, এসআই জিল্লুর ৭-৮ বছর ধরে এ থানায় কর্মরত। তিনি খু্বই অভিজ্ঞ কর্মকর্তা। তার হেফাজতে থাকা আসামি কীভাবে পালিয়ে গেল তা খতিয়ে দেখা হচ্ছে।
এসআই জিল্লুরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান ওসি। এরই মধ্যে তার বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করা হয়েছে।
১১ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�