ঢাবি : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের মলচত্বর এলাকায় নববর্ষের কনসার্ট মঞ্চে ভাঙচুর ও বিভিন্ন ব্যানার-ফেস্টুনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (১২ এপ্রিল) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
কোমল পানীয় মোজোর সৌজন্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এ কনসার্টের আয়োজন করেছিল। ধারণা করা হচ্ছে ছাত্র সংগঠনটির অভ্যন্তরীণ কোন্দলের কারণেই এই ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তরা কনসার্টের জন্য তৈরি মঞ্চ, মোজোর কয়েকটি ফ্রিজ ও কনসার্টস্থলের আশপাশের এলাকায় স্থাপন করা মোজোর বিজ্ঞাপনী ব্যানার ভাঙচুর করে। পাশাপাশি বেশ কিছু ব্যানার ও ফেস্টুনে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।
ছাত্রলীগের এক পক্ষের নেতাকর্মীরা এ ঘটনার জন্য সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনের অনুসারীদের অভিযুক্ত করেছেন। তাদের অভিযোগ- স্যার এ এফ রহমান হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান তুষার এবং বঙ্গবন্ধু হল ছাত্রলীগের সভাপতি আল আমিন রহমানের নেতৃত্বে এ ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
তবে মাহমুদুল হাসান তুষার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘অসম্ভব, আমি ঘটনার সঙ্গে জড়িত না। আমি ঘটনার সময় ক্যাম্পাসে ছিলাম না। ওই সময় আমি ক্যাম্পাসের বাইরে ছিলাম।’