বুধবার, ১৬ ডিসেম্বর, ২০১৫, ০৮:৪৬:৫৪

নাখাল পাড়া নার্সিং হোমে বিনা টাকায় একদিনে ১৭০ জনের খতনা!

 নাখাল পাড়া নার্সিং হোমে বিনা টাকায় একদিনে ১৭০ জনের খতনা!

রেজাউল কারিম রেজা, বিশেষ প্রতিনিধি: ঘটনাটা ঘটেছে পূর্বনাখাল পাড়া ২৩৭/৫, তেজগাঁ সি/অ থানার নাখাল পাড়া নার্সিং হোমে । প্রতি বছর ১৬ই ডিসেম্বর কোয়ান্টাম ফাউন্ডেশন এর পক্ষ থেকে একদল মেডিকেল টিম নিয়ে এই মহতি কাজের উদ্যোগ নেন জনাব আব্দুল মোতালেব ভুঁইয়া । মাত্র ২০০ টাকাতে পেশাদার ডাক্তার দ্বারা খতনা করানো হয় এবং প্রতিটি বাচ্চাকে একটি নতুন লুঙ্গি, একটি গামছা ও আনুমানিক ৩০০ টাকার মেডিসিন আর একটি ললিপপ দেয়া হয় । ৮ বছর ধরে তিনি প্রতি বছর ১৬ই ডিসেম্বর সকাল ৮ টা থেকে ৫ টা পর্যন্ত এই সেবা দিয়ে যাচ্ছেন । এছাড়াও তিনি নাখাল পাড়া হুসাইন আলী উচ্চ বিদ্যালয়ের ৩ বারের সফল নির্বাচিত অভিবাবক প্রতিনিধি ও নাখাল পাড়া যুব কল্যাণ সংঘ এর যুগ্ম সম্পাদক এবং বিভিন্ন সমাজ সেবা মূলক কাজে নিয়োজিত আছেন । ১৬ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে