বুধবার, ১৬ ডিসেম্বর, ২০১৫, ১০:৫৩:০৭

দোষ কার?

দোষ কার?

ঢাকা : নিখোঁজের পরদিনই লাশ। রাজধানীর উত্তরখান এলাকা থেকে হামিদুল ইসলাম (১২) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার উত্তরখানের ময়নারটেক বাজারের পাশের একটি পরিত্যক্ত বাড়ির ভাঙা দেয়ালের পাশে তার লাশ পাওয়া যায়। বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে লাশের ময়নাতদন্ত করা হয়। শিশুটির বাবা রিকশাচালক হাবিবুল্লাহ জানান, ময়নারটেক এলাকার বাসায় তিনি পরিবার নিয়ে থাকেন। সোমবার দুপুরে একই এলাকার একটি ঝিলে মাছ ধরার জন্য বাসা থেকে বের হয় হামিদুল। এরপর আর সে বাসায় ফেরেনি। সন্ধ্যার পর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। মঙ্গলবার দুপুরে তিনি খবর পান, ময়নারটেক বাজারের পাশে পড়ে আছে হামিদুলের লাশ। পরে পরিবারের লোকজন সেখানে গিয়ে শিশুটির লাশ দেখে কান্নায় ভেঙে পড়েন। শিশুটিকে হত্যা করা হয়েছে বলে ধারণা স্বজনদের। উত্তরখান থানা পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। দেয়াল টপকানোর সময় ইট ভেঙে হামিদুলের ওপর পড়ে। এতেই তার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে। জনমনে প্রশ্ন, দেয়াল টপকানোর সময় ইট ভেঙে পড়ে শিশুটি মারা যাওয়ায় দোষ কার? অবুঝ শিশুটি বুঝতে না পেরেই হয়তো দেয়াল টপকাতে চেয়েছিল। পরিমাণমতো তাতে সিমেন্ট না দেয়া বা বাজে ইট থাকার কারণে একটি তরতাজা প্রাণ মুহূর্তেই নিভে গেল। ১৬ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে