বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০১৫, ০১:৫৩:৩৮

আজও খোলা ঢাকার ঢাকনা

আজও খোলা ঢাকার ঢাকনা

রেজাউল কারিম রেজা, বিশেষ প্রতিনিধি: হাজারি বাগে ম্যানহোলে পড়ে শিশু মৃত্যুর ঘটনা যেন মানুষ ভুলে গেছে। মনে রেখেছে শুধু শিশুটির মা বাবা । যে ম্যানহোলে পড়ে শিশুটির মৃত্যু হল এমন আরও অনেক ম্যানহোল ঢাকনা ছাড়া পড়ে আছে। তেজগাঁ নাখাল পাড়ার ব্যস্ততম রাস্তা নাবিস্কু থেকে রেলগেট এর মাঝে পাওয়া যাবে কয়েকটি খোলা ম্যানহোল, যেখানে মাঝে মাঝেই ঘটে দূর্ঘটনা। রাতে মানুষ হোঁচট খাচ্ছে । অনেক সময় ঘটে এমন ঘটনা যা আমরা হয়ত জানতেই পারিনা। খোলা ম্যানহোল থেকে আসে পচা দুরগন্ধ যা থেকে মানুষ আসুস্থ হচ্ছে। এলাকাবাসির অভিযোগ দীর্ঘ দিন ধরে এই সমস্যা চলে আসলেও কতৃৃৃপক্ষের নজরে আসছে না। সাধারন মানুষের অভিযোগ সরকার facebook বন্ধ করতে পারে কিন্তু ম্যানহোলের ঢাকনা লাগাতে পারেনা। মাঝে মাঝে এলাকার দোকান মালিক ও বাড়িওয়ালারা মিলে চাঁদা তুলে এই সব খোলাম্যানহোলের ঢাকনা মেরামত করে থাকেন বলে জানিয়েছেন এলাকাবাসি । সবার দাবি এলাকার খোলা ম্যানহোলের ঢাকনাগুলু দ্রুত বন্ধ করা হউক। ১৭ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে