বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০১৫, ১১:২৭:১২

একটি শাড়ির জন্য রণক্ষেত্র!

 একটি শাড়ির জন্য রণক্ষেত্র!

ঢাকা : স্থানীয় হকার্স মার্কেটে শাড়ি কিনতে গিয়েই ঘটলো ঘটনা। সামান্য একটি শাড়ি কিনতে গিয়ে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। আহত হয় অন্তত ৫ জন। ঢাকা কলেজের শিক্ষার্থী ও ধানমন্ডি হকার্স মার্কেটের ব্যবসায়ীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। জানা গেছে, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে ঢাকা কলেজের এক শিক্ষার্থী স্থানীয় হকার্স মার্কেটে শাড়ি কিনতে গেলে ব্যবসায়ী ও ক্রেতা উভয়ের মাঝে দাম নিয়ে বাকবিতণ্ডা হয়। ঘটনার জেরে ঢাকা কলেজের শিক্ষার্থীরা স্থানীয় তিনটি দোকানে ভাঙচুর চালায় ও ব্যাবসায়ীদের মারধর করে। পরে উত্তেজিত কর্মচারীরা প্রতিবাদ করতে এগিয়ে এলে তুমুল সংঘর্ষ বাধে। প্রায় দেড় ঘন্টা ধরে চলে সংঘর্ষ। এ সময় মার্কেটের সামনে তিনটি মোটরসাইকেল ও বেশকিছু যানবাহনে আগুন দেয় বিক্ষুব্ধ ছাত্ররা। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। সংঘর্ষের পর থেকে নিউমার্কেট এলাকায় সব ধরনের যানবাহন বন্ধ হয়ে যায়। সংঘর্ষ থামার পর পুনরায় যান চলাচল শুরু হয়। এ ঘটনায় ঢাকা কলেজের দুই শিক্ষার্থীসহ আহত পাঁচজন হলেন- পথচারী নুরুল ইসলাম (৪৮), ক্রেতা হামিদা আক্তার (৪০), দোকানদার রনি (২৪), ঢাকা কলেজের শিক্ষার্থী শান্ত (২১) ও ইমরান (২৪)। আহতদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১৭ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে