নিউজ ডেস্ক : রাজধানীর কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের শিক্ষার্থী সুরাইয়া আক্তার রিশা হ'ত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত। এই মামলার একমাত্র আসামি ওবায়দুল হকের ফাঁসির রায় দিয়েছেন আদালত। ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশের আদাল বৃহস্পতিবার দুপুরে এ রায় ঘোষণা করেন।
গত ১১ সেপ্টেম্বর উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে একই আদালত রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করেন। ২০১৬ সালের ২৪ আগস্ট দুপুরে কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের সামনের ফুটওভার ব্রিজে র'ক্তা'ক্ত অবস্থায় রিশাকে উদ্ধার করা হয়।
স্কুলের শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন ২৮ আগস্ট সকালে রিশার মৃ'ত্যু হয়। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় রিশাকে ছু'রিকাঘা'তে হ'ত্যা করেন বলে আদালতে স্বীকারোক্তি দেন একমাত্র আসামি ওবায়দুল হক। তিনি রাজধানীর ইস্টার্ন মল্লিকা শপিংমলের বৈশাখী টেইলাসের কর্মচারী ছিলেন।