নিউজ ডেস্ক : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ২০১৯-২০ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় আসা অভিভাবকদের বিনামূল্যে পানি, নাশতা ও কলম সরবরাহ করছে বুয়েটের শিক্ষার্থীরা।
আজ সোমবার পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী সকাল ৯টা থেকে পরীক্ষা শুরু হয়। দুই শিফটে এটি সম্পন্ন হবে। আর্কিটেকচার বিভাগে ভর্তির জন্য দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত অতিরিক্ত সময় ড্রয়িং পরীক্ষা দিতে হবে।
জানতে চাইলে স্বেচ্ছাসেবীদের একজন জানান, তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অভিভাবকদের জন্য পানি, হালকা নাশতা এবং শিক্ষার্থীদের জন্য ক্যালকুলেটর ও কলমের ব্যবস্থা করেছেন। অনেক সময় ক্যালকুলেটর ও কলম শিক্ষার্থীরা আনতে ভুলে যান বা পথে হারিয়ে ফেলেন।
সেজন্য ভর্তিচ্ছুদের জন্য আমরা এসবের ব্যবস্থা করেছি। এছাড়াও অভিভাবকরা হালকা পানি ও নাস্তার জন্য এদিক-ওদিক ছোটাছুটি করেন। তাদের সেই প্রয়োজন থেকেও আমরা পানি ও নাশতার ব্যবস্থা করেছি।
বুয়েট ক্যাম্পাসের বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে দেখা যায়, শিক্ষার্থীরা দু-তিনজন হয়ে গ্রুপভিত্তিক দাঁড়িয়ে আছেন। ক্যাম্পাসে আসা অভিভাবকদের তারা পথনির্দেশনা দিচ্ছেন।