সোমবার, ১৪ অক্টোবর, ২০১৯, ০৩:২৪:১৬

আবরার হ'ত্যার বিচার চেয়ে এবার নটরডেম শিক্ষার্থীদের বিক্ষোভ

আবরার হ'ত্যার বিচার চেয়ে এবার নটরডেম শিক্ষার্থীদের বিক্ষোভ

নিউজ ডেস্ক : বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হ'ত্যার বিচার চেয়ে এবার রাজধানীর মতিঝিলে বিক্ষোভ করেছেন নটরডেম কলেজের শিক্ষার্থীরা। সোমবার দুপুরে এই বিক্ষোভ হয়। দুপুর ১টার দিকে শিক্ষার্থীরা কলেজ ড্রেস পরে নটরডেম কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বের হন। মিছিলটি শাপলা চত্বরে আসলে সেখানে অবস্থান নেন শিক্ষার্থীরা। শাপলা চত্বরে রাস্তার ওপর বসে ও দাঁড়িয়ে বিক্ষোভ করতে থাকেন তারা।

‘ফাঁসি, ফাঁসি, ফাঁসি চাই, হ'ত্যাকারীদের ফাঁসি চাই,’ ‘আমার ভাই কবরে, খু'নি কেন বাইরে,’ ‘ অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘আর নয় অনাচার, এবার চাই সুবিচার’- শিক্ষার্থীদের এ ধরনের স্লোগানে কম্পিত হয়ে উঠে মতিঝিল এলাকা।

শাপলা চত্বর মোড়ে পুলিশ পাহারায় মিনিট দশেক বিক্ষোভ করার পর শিক্ষার্থীরা আবার মিছিল করতে করতে নটরডেম কলেজের সামনে ফিরে যান। বিক্ষোভে অংশ নেয়া একাধিক শিক্ষার্থী জানান, তারা ক্লাস শেষ করে আবরার ফাহাদের হ'ত্যার প্রতিবাদ ও বিচারের দাবি এই বিক্ষোভের আয়োজন করেন।

তারা বলেন, বুয়েটের মতো প্রতিষ্ঠানে শিক্ষার্থীকে পি'টিয়ে মে'রে ফেলার মতো ঘটনা কিছুতেই মেনে নেয়া যায় না। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। দ্রুতই এ বিচার করতে হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে