ঢাকা : ডিমের মতো পেঁয়াজও হালি হিসাবে বিক্রি করার একটি ছবি আজ ফেসবুকে ভাইরাল হয়েছে। ছবিতে হালি প্রতি পেঁয়াজ ১০ টাকা দরে বিক্রি করা হবে বলে দোকানে সাজিয়ে রাখা হয়েছে।
নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে মিশর থেকে ৭০০০-৮০০০ টন পেঁয়াজ আনা হবে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী সোমবার বলেছেন, চালান না পৌঁছানো পর্যন্ত পেঁয়াজের দাম কমার কোনো সুযোগ নেই।
তিনি বলেন, ‘নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে পেঁয়াজের চালান দেশে প্রবেশ করবে বলে আশা করা হচ্ছে। তার আগে পেঁয়াজের দাম কমার কোনো সুযোগ নেই।’
সোমবার নগরীর একটি হোটেলে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী আরও বলেন, আশা করি, পেঁয়াজের নতুন চালান আসার পর বাজারে ইতিবাচক প্রভাব পড়বে।