ঢাকা : রাজধানীর দক্ষিণখান এলাকায় শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) একটি বাড়ি থেকে মা ও দুই সন্তানের লা'শ উ'দ্ধার করে পুলিশ। তিন-চার দিন আগে তাদের হ'ত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের। দক্ষিণখানের প্রেমবাগান রোডের পাঁচতলা বাড়ির চারতলার একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।
নিহ'তরা হলেন, মা মুন্নি, ১২ বছরের ছেলে ফারহান উদ্দিন ভূঁইয়া ও তিন বছরের মেয়ে লাইবা। প্রাথমিক আলামতে পুলিশ জানিয়েছিল, মুন্নিকে মাথায় আ'ঘা'ত করে এবং দুই শিশুসন্তানকে শ্বা'সরো'ধে হ'ত্যা করা হয়েছে। তবে পরিবারের কর্তা বাংলাদেশ টেলিকমিউনিকেশন লিমিটেডের কর্মকর্তা রাকিব উদ্দিনের এখনো কোনো খোঁ'জ পাওয়া যায়নি।
ঘটনা নিয়ে অনু'স'ন্ধান চালিয়ে যাচ্ছে পুলিশ। পুলিশের উত্তরা বিভাগের অতিরিক্ত উপকমিশনার হাফিজুর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, বাসায় ত'ল্লা'শি চালিয়ে একটি ডায়েরি ও একটি হাতুড়ি উ'দ্ধা'র করা হয়েছে। তিনি জানান, প্রাথমিকভাবে ডায়েরির লেখাটি রাকিবউদ্দিনের বলে মনে হচ্ছে।
ডায়েটিতে লেখা আছে- 'বাচ্চাদের মে'রে ফেললাম, আমার লা'শ রেললাইনে পাওয়া যাবে।' স্থানীয়রা জানিয়েছে, জু'য়া ও মাদ'কাস'ক্ত হয়ে কোটি টাকার বেশি ঋণ করে ফেলেছিলেন বাংলাদেশ টেলিকমিউনিকেশন লিমিটেডের এই কর্মকর্তা। এ কারণে সংসারে অশা'ন্তি লে'গেই থাকত। এ নিয়ে ঝ'গ'ড়া-বিবা'দে স্ত্রী মুন্নি রহমান ও দুই সন্তানকে হ'ত্যার পর গা ঢাকা দিয়েছেন তিনি।