কাদের সিদ্দিকীর চার্জ গঠন শুনানি ৩১ মার্চ
অ্যাড. এমদাদুল হক লাল, আদালত প্রতিনিধি: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীরকে রাজাকার বলে মন্তব্য করার অভিযোগে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর নামে দায়ের করা মানহানি মামলার চার্জ গঠন শুনানির জন্য আগামি ৩১ মার্চ দিন ধার্য করেছেন আদালত। ঢাকার অতিরিক্ত মূখ্য মহানগর হাকিম আলি মাসুদ শেখ সোমবার এ দিন ধার্য করেন।
সোমবার এমামলার চার্জ গঠন শুনানির দিন ধার্য থাকলেও মামলার বাদি আদালতে হাজির না থাকায় এবং কাদের সিদ্দিকী আদালতে হাজির না হওয়ায় ও কাদের সিদ্দিকীর বিরুদ্ধে জারি করা ওয়ারেন্ট ফেরত না আসায় চার্জ গঠন শুনানির জন্য এ দিন ধার্য করা হয়।
গত ২০১৩ সালের ১৮ মার্চ জামিন নেয়ার পর ১৪টি তারিখে অনুপস্থিত থাকায় ২০১৪ সালের ১১ নভেম্বর কাদের সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন একই আদালত।
উল্লেখ্য, গত ২০১৩ সালের ৯ ফেব্রুয়ারি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কৃষক-শ্রমিক-জনতা লীগের অনুষ্ঠিত এক সভায় কাদের সিদ্দিকী বলেন, ”রাজাকার স্বরাষ্ট্রমন্ত্রী রেখে যুদ্ধাপরাধীদের বিচার সম্ভব নয়।১৯৭১ সালে ম খা আলমগীর ময়মনসিংহের এডিসি ছিলেন। রাজাকারদের পক্ষে কাজ করেছেন তিনি। আমি তার সাক্ষী।” তাঁর এ বক্তব্য পরদিন বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন মজুমদার ২০১৩ সালের ১০ ফেব্রুয়ারি বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণমূলক প্রতিষ্ঠান ন্যাশনাল এফ এস ফাউন্ডেশনের মাধ্যমে লিখিত প্রতিবাদ ও উকিল নোটিশ পাঠান।
কাদের সিদ্দিকী উকিল নোটিশের কোনো উত্তর না দেয়া মো. রুহুল আমিন মজুমদার মুক্তিযোদ্ধা হিসেবে তারও মানহানি হয়েছে বলে মামলায় উল্লেখ করে নিজে বাদি হয়ে গত ২০১৩সালের ১৯ ফেব্রুয়ারি ঢাকা মহানগর আদালতে মানহানির মামলাটি দায়ের করেন। মহীউদ্দীন খান আলমগীর কিংবা তার পরিবারের কেউই রাজাকার নন মর্মে মামলায় দাবি করা হয়েছে।
২৭ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস
�