নিউজ ডেস্ক : বকেয়া বেতন ও কারখানা খোলার দাবিতে মালিকের বাড়ি ঘেরাও করেছিলেন পোশাক শ্রমিকরা। সোমবার (১ জুন) সকালে ধানমন্ডি ২৮ নাম্বার সড়কে এ ঘটনা ঘটে। পোশাক কারখানাটির নাম ডায়নামিক ফ্যাশন, অবস্থান মোহাম্মদপুরের আদাবরে।
পুলিশ ও শ্রমিক নেতারা জানান, কারখানার শ্রমিকদের বেশ কয়েকমাসের বেতন বাকি। এছাড়া ঈদের আগ থেকে বন্ধ রয়েছে কারখানা। বকেয়া বেতন ও কারখানা খুলে দেওয়ার দাবিতে ধানমন্ডি ২৮ নম্বরে মালিকের বাড়ির সামনে অবস্থান নেন শ্রমিকরা। পরবর্তীতে তারা বিজিএমইএ-এর সামনে চলে যান।
গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক জলি তালুকদার বলেন, বকেয়া বেতন পরিশোধ না করে মালিক গার্মেন্টস কারখানা বন্ধ রেখেছে। এর প্র'তিবাদে আ'ন্দোলন করছে শ্রমিকরা।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, শ্রমিকরা ২৮ নম্বর সড়কে মালিকের বাড়ির সামনে দাবি জানাতে এসেছিল। কিছুক্ষণ থাকার পর তারা চলে গেছে।
শুধু ধানমন্ডিতে নয় বকেয়া বেতনসহ নানা অন্যায়ের প্র'তিবাদে নারায়ণগঞ্জে সমাবেশ ও বি'ক্ষোভ হয়েছে বলে জানান শ্রমিক নেত্রী জলি তালুকদার। তিনি জানান, নারায়ণগঞ্জের ফতুল্লার কায়েমপুর এলাকায় শ্রমিকদের নামে মিথ্যে মা'মলা, শো'কজ প্রত্যাহার, পুলিশি হ'য়রানি বন্ধ করা, টাইম সোয়েটার লিমিটেডের নিটিং শাখা লেঅফ ঘোষণা, হামিদ সোয়েটারে চাকুরিচ্যুতি বাতিল এবং প্যারাডাইজ কেবল শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের দাবিতে সমাবেশ ও বি'ক্ষোভ মিছিল করেছেন শ্রমিকরা।