নিউজ ডেস্ক : রাজধানীর পুরান ঢাকার চকবাজারের হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমের টর্চার সেলের সন্ধান পেয়েছে র্যাব। সেখানে এখন অভিযান চালাচ্ছে র্যাব। সোমবার সন্ধ্যায় ইরফানের বাড়ির পাশে মদিনা আশিক টাওয়ারের ১৭ তলায় অভিযান চালায় র্যাব। সেখানে ১৪ তলা টর্চার সেল হিসেবে ব্যবহার করতো ইরফান সেলিম।
অভিযানে ১৪ তলার রুম থেকে দড়ি, হাতুড়ি, রড, মানুষের হাড়, গামছা, ওয়াকিটকি, হাতকড়াসহ টর্চারের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ সাংবাদিকদের জানান, ইরফান সেলিমের একটি টর্চার সেলের সন্ধান মিলেছে। সেখানে তার প্রতিপক্ষ ও ব্যবসায়ীদের জিম্মি করে নির্যাতন করা হতো। তাদের কাছ থেকে মুক্তিপণ আদায় করা হতো। তিনি আরো জানান, ইরফান সেলিমের বাসা থেকে পাঁচ-ছয় লিটার বিদেশি মদ, ১০ বোতল বিদেশি বিয়ার, ৩৮ থেকে ৪০টি ওয়াকিটকি উদ্ধার করা হয়। সূত্র: ইত্তেফাক।