শনিবার, ২৯ মে, ২০২১, ০২:৩৩:০৬

সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

নিউজ ডেস্ক: করোনা মহামারির মধ্যেই স্বাস্থ্যবিধি মেনে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাবি শাখা ছাত্রদল। 

শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ কর্মসূচির আয়োজন করা হয়। 

বিক্ষোভ সমাবেশে বক্তারা অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানান। সেই সঙ্গে ঢাবি ক্যাম্পাস থেকে মাদক নির্মূলে প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান ছাত্রদলের নেতারা। 

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব মো. আমানউল্লাহ আমান।

এতে প্রধান অতিথি ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন। আর সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল ছিলেন প্রধান বক্তা।

সমাবেশ বিশেষ অতিথি ছিলেন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সিনিয়র যুগ্ম সম্পাদক আমিনুর রহমান আমিন, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, সহসভাপতি আশরাফুল আলম ফকির লিংকন, মামুন খান, পার্থ দেব মন্ডল, মাজেদুল ইসলাম রুমন, সাজিদ হাসান বাবু, মোক্তাদির হোসেন তরু, কেএম মুসাব্বির সাফি, যুগ্ম সম্পাদক মুহিনউদ্দীন রাজু, মিজানুর রহমান শরীফ, এবিএম মাহমুদ আলম সরদার, নিজাম উদ্দীন রিপন, মারুফ এলাহী রনি, শ্যামল মালুম, করিম প্রধান রনি, সহসাধারণ সম্পাদক সুলতানা জেসমিন জুঁইসহ কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে