রবিবার, ৩০ মে, ২০২১, ০৫:৪৫:২৩

চীনা নাগরিকের হামলায় দুই বাংলাদেশি গুরুতর আহত

চীনা নাগরিকের হামলায় দুই বাংলাদেশি গুরুতর আহত

রাজধানীর ঢাকার কেরানীগঞ্জে চীনা নাগরিকের হামলায় দুই বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। তারা হলেন- আব্দুল্লাহ (২৬) ও হায়দার (২৭)। তারা দু’জনই ঢাকা-মাওয়া রেলপথ প্রকল্পে শ্রমিক হিসেবে কাজ করেন। গত বৃহস্পতিবার (২৭ মে) রাত ৮টার দিকে প্রকল্পের কোন্ডা অফিসের ছাত্রাবাসে এই ঘটনা ঘটে।

ওয়াং নামের এক চীনা নাগরিক এই হামলার সঙ্গে জড়িত। তিনি ঢাকা-মাওয়া রেলওয়ে প্রকল্পে ফোরম্যান হিসেবে কর্মরত। তিনি শ্রমিকদের বেতন-ভাতা দেওয়ার দায়িত্ব পালন করেন। 

আহতদের অভিযোগ গত শুক্রবার (২৮ মে) তারা বেতন আনতে ডরমেটরিতে ওয়াংয়ের কাছে যান। এ সময় তিনি তাদের প্রাপ্য বেতনে থেকে কম টাকা দিতে চান। বিষয়টি নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ওয়াং চাপাতি দিয়ে আব্দুল্লাহকে কোপ দেন। আব্দুল্লাহ হাত দিয়ে আটকানোর চেষ্টা করলে তার ডান হাতের ৩টি আঙ্গুল কেটে যায়। 
এ সময় হায়দার ওয়াংকে বাধা দিলে তাকেও তাকেও চাপাতি দিয়ে কোপ দেন। এতে তার কাঁধের নিচে পিঠের অংশে কোপ লাগে। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ঘটনাটি শুনেছি। তবে আহতদের কাছ থেকে এখনো লিখিত  অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। বিডি প্রতিদিন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে