বৃহস্পতিবার, ০১ জুলাই, ২০২১, ০২:২৩:৩৯

সিনিয়র সিটিজেন’র কারণে সম্মান দেখিয়ে কোনও মা'মলা না দিয়েই ছেড়ে দিল র‌্যাব

সিনিয়র সিটিজেন’র কারণে সম্মান দেখিয়ে কোনও মা'মলা না দিয়েই ছেড়ে দিল র‌্যাব

চলছে সরকার ঘোষিত সাত দিনের কঠোর লকডাউন। সারাদেশে সরকারের জারি করা বিধিনিষেধ অমান্য করে অকারণে ঘর থেকে বের হলে দেওয়া শাস্তি।

প্রাইভেট কার থেকে গ্লাস খুলে র‌্যাব কর্মকর্তাদের পঞ্চাশোর্ধ্ব এক নারী জানালেন, যাচ্ছেন আত্মীয়ের বাড়িতে। সঙ্গে রয়েছে তার মেয়ে। র‌্যাব কর্মকর্তাদের পা'ল্টা প্রশ্ন- আজ লকডাউন শুরু আপনি কেন বাইরে বের হয়েছেন? জবাব, আজ যাচ্ছি আর বের হবো না। ভুল হয়েছে এবারের মত ক্ষমা চাই। র‌্যাব কর্মকর্তারা সিনিয়র সিটিজেন’র কারণে সম্মান দেখিয়ে কোনও মা'মলা না দিয়েই ছেড়ে দেন। আর বাইরে বের হবেন না বলেও ওই নারী র‌্যাব কর্মকর্তাদের আশ্বস্ত করেন।

রাজধানীর মিরপুর-১ নম্বর চাইনিজের সামনে র‌্যাব-৪ এর ভ্রাম্যমাণ আদালতের অভি'যান শুরু হয় বৃহস্পতিবার (১ জুলাই) এগারোটার পর। বৃষ্টি উপেক্ষা করেই র‌্যাব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভি'যান পরিচালনা করেন। র‌্যাব-৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক ও র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় আরও ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার সাগর দিপা বিশ্বাস, সিনিয়র সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে