বৃহস্পতিবার, ০১ জুলাই, ২০২১, ০৭:৪৬:২৬

ডাকাতি করতে এসে নেতার বাড়িতে মোবাইল ফেলে গেল ডাকাতরা

ডাকাতি করতে এসে নেতার বাড়িতে মোবাইল ফেলে গেল ডাকাতরা

অ'স্ত্রের মুখে পরিবারের সবাইকে জি'ম্মি করে নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ অনেক টাকার মালামাল লু'ট করেছে ডা'কাতরা। পরে যাওয়ার সময় ভু'লবশত ফে'লে গেছে ডা'কাতদের ব্যবহৃ'ত মোবাইল ফোন।

ঘ'টনাটি ঘ'টেছে ঢাকার ধামরাইয়ে পুলিশ পরিচয়ে উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং ইটভাটা মালিক সমিতির সভাপতি মো. নজরুল ইসলামের বাড়িতে। ধামরাই থানা পুলিশ ওই মোবাইল ফোনটি ঘ'টনাস্থল থেকে জ'ব্দ করেছে। 

বালিয়া বিদ্যুৎ অফিসে ডিবি পুলিশ পরিচয়ে ডা'কাতি হওয়ার মাত্র ৫ দিনের মাথায় ফে'র বুধবার দিবাগত গ'ভীর রাতে উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বালিথা গ্রামে পুলিশ পরিচয়ে এ ডা'কাতি সং'ঘ'টিত হয় বলে নি'শ্চি'ত করেন ভু'ক্তভো'গী ওই আওয়ামী লীগ নেতার পরিবার। 

ভু'ক্তভো'গী পরিবার জানান, ব্যবসায়িক কাজে আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম ঢাকা শহরে একটি বাসায় ছিলেন। রাত ১২টার দিকে ১০/১২ জনের স'শ'স্ত্র এক ডা'কাতদল নিজেদের পুলিশ পরিচয় দিয়ে বাড়ির লোকজনদের ডা'কাডা'কি করে। বাড়ির লোকজন ভ'য়ে গেইট না খুললে তারা মেইন গেইটের তালা ভে'ঙে বাড়ির ভেতরে প্রবেশ করে। 

এরপর বাড়িতে থাকা নজরুল কোম্পানির মেজভাই মো. মোশারফ হোসেন ও ছোটভাই মো. মিন্টু মিয়াসহ বাড়ির সবাইকে অ'স্ত্রের মু'খে জি'ম্মি করে বেঁ'ধে রে'খে আলমিরা থেকে তিন ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লু'ট করে। 

ডা'কাতরা চলে যাওয়ার পর তাদের ডা'ক চিৎ'কারে প্রতিবেশীরা এগিয়ে এসে ওই দুই স'হোদরের বাঁধন খু'লে দিলে তারা মু'ক্ত হন। খবর পেয়ে আওয়ামী লীগ নেতা ধামরাই থানায় এসে অ'জ্ঞা'ত পরিচয় ওই ডা'কাতদের বিরু'দ্ধে একটি মা'মলা দায়ের করেন। মা'মলার তদ'ন্ত কর্মকর্তা এসআই মো. সেকেন্দার আলী বৃহস্পতিবার বিকালে ঘ'টনাস্থলে গিয়ে ডাকাতদের ফে'লে যাওয়া মোবাইল ফোনটি জ'ব্দ করেছেন।

এ ব্যাপারে আওয়ামী লীগ নেতার ভাই মোশারফ হোসেন জানান, এরপর আমাদের অ'স্ত্রের মুখে জি'ম্মি করে মালামাল লু'ট করে। 

এ ব্যাপারে আওয়ামী লীগ নেতা মো. নজরুল ইসলাম বলেন, আমি রাতে বাড়ি ছিলাম না। ব্যবসায়িক কাজে বাইরে ছিলাম। খবর পেয়ে বাড়ি এসে ঘ'টনা জেনে শুনে এ ব্যাপারে থানায় মা'মলা দা'য়ের করেছি।

এ ব্যাপারে মামলার তদ'ন্ত কর্মকর্তা এসআই মো. সেকেন্দার আলী বলেন, এ ব্যাপারে অ'জ্ঞা'ত ডা'কাতদের বিরু'দ্ধে মা'মলা দা'য়ের হয়েছে। ঘ'টনাস্থল থেকে ডা'কাতদের ফে'লে যাওয়া মোবাইল ফোন জ'ব্দ করা হয়েছে। ডা'কাতদের শ'না'ক্ত ও গ্রেফ'তারের ক্ষেত্রে এ মোবাইল ফোন খুবই কাজে আসবে।সূত্র: যুগান্তর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে