শনিবার, ১৭ জুলাই, ২০২১, ০৯:২৬:৪১

দুর্ভোগ চরমে, দীর্ঘ ২৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজট

দুর্ভোগ চরমে, দীর্ঘ ২৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজট

চরম দুর্ভোগে যাত্রী ও চালকেরা, দীর্ঘ ২৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে।

এমনকি টোল আদায় বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। উক্ত এলাকায় গিয়ে দেখা যায়,  শুক্রবার রাত থেকেই ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের ২৩ কিলোমিটার অংশে যানজট রয়েছে। মহাসড়কের বঙ্গবন্ধু সেতুপূর্ব, এলেঙ্গা, টাঙ্গাইলের রাবনা বাইপাস এলাকায় গিয়ে এমন যানজট দেখা গেছে।

আসন্ন ঈদ ও লকডাউন শিথিল থাকায় মহাসড়কে পরিবহনের চাপ বেড়েছে কয়েকগুণ। এতে বাস-ট্রাকসহ বিভিন্ন পরিবহন চলাচল শুরু করেছে। ফলে মহাসড়কের টাঙ্গাইল অংশে ২৩ কিলোমিটার অংশে যানজটের সৃষ্টি হচ্ছে। এছাড়া বঙ্গবন্ধু সেতুপশ্চিম হতে সিরাজগঞ্জ রোড পর্যন্ত রয়েছে পরিবহনের ধীরগতি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে