রবিবার, ১০ জানুয়ারী, ২০১৬, ০৬:২৭:৫৫

রিজভীসহ ১৩০ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জ শুনানি ১ মার্চ

 রিজভীসহ ১৩০ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জ শুনানি ১ মার্চ

অ্যাড. এমদাদুল হক লাল, আদালত প্রতিনিধি: বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও জয়নাল আবেদীন ফারুকীসহ ১৮ দলীয় জোটের ১৩০ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক মামলার অভিযোগ গঠনের শুনানি হয়নি। আদালত  আগামি ১ মার্চ পরবর্তী তারিখ ধার্য্য  করেন ।


ঢাকার মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-১২এর বিচারক মো. আবুল কাশেম রোববার  আসামিদের সময়ের আবেদন মঞ্জুর করে এদিন ধার্য্য  করেন।
রোববার মামলাটিতে অভিযোগ গঠনের জন্য ধার্য ছিল। কিন্তু এদিন অসুস্থতার কারণে রুহুল কবির রিজভী অন্যান্য কয়েক আসামি আদালতে হাজির না হওয়ায় তাদের পক্ষের আইনজীবীরা সময়ের আবেদন করেন। মামলার উল্লেখ যোগ্য অপর আসামিরা হলেন, আমান উল্লাহ আমান, বিএনপির যুগ্ম মহাসচিব মো. শাহজাহান, চেয়ারপারসনের উপদেষ্টা ডা. এ জেড এম জাহিদ হোসেন ও জাগপা সভাপতি শফিউল আলম প্রধান।


গত ২০১৩ সালের ১১ মার্চ ১৮ দলীয় জোটের বিক্ষোভ কর্মসূচি চলাকালে গাড়ি ভাঙচুর ও ককটেলের বিস্ফোরণ ঘটানোয় পল্টন থানার  এসআই আলা উদ্দিন বাদী হয়ে ১২ মার্চ মামলাটি দায়ের করেন। মামলাটি তদন্তের পর পল্টন থানার এসআই আবু জাফর গত ২০১৪ সালের ২৮ জুলাই আদালতে অভিযোগপত্র দায়ের করেন। আদালতে বেশকিছু আসামি হাজির ছিলো।
১০ জানুয়ারি,২০১৫/এমটি নিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে