এমটি নিউজ ডেস্ক : রাজধানীর রামপুরার বনশ্রী থেকে পাওয়া ৪-৫ বছরের একটি শিশুর মা-বাবা ও পরিবারের সদস্যদের খুঁজছে পুলিশ। রোববার (১৯ জুন) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, শনিবার ১৮ জুন রামপুরার বনশ্রী এলাকা শিশুটিকে কান্না করতে দেখে কয়েকজন বন্ধু মিলে নিয়ে আসে ডিএমপির রামপুরায় থানায়। সেখান থেকে তত্ত্বাবধানের জন্য পাঠানো হয় তেজগাঁও থানা কমপ্লেক্সে অবস্থিত ডিএমপির ভিকটিম সাপোর্ট সেন্টারে।
ডিএমপির পক্ষ থেকে বলা হয়, শিশুটিকে যখন পাওয়া যায়, তখন তার পরনে ক্রিম কালারের টি-শার্ট ছিল। তার প্রাপ্তি সম্পর্কে রামপুরা থানায় ১৮ জুন একটি সাধারণ ডায়েরি হয়েছে যার নম্বর ৯৩৬।
পুলিশ আপ্রাণ চেষ্টা চালাচ্ছে তার পরিবারের খোঁজ বের করতে। কিন্তু পরিবার বা ঠিকানা সম্পর্কে কোনো তথ্য না থাকায় কাজটি কঠিন হয়ে উঠেছে। শিশুটির ছবি দেখে অথবা এ খবর জেনে যদি তার পরিবার, আত্মীয় স্বজন কেউ চিনতে পারে, তাহলে শিশুটি ফিরে যেতে পারবে মা-বাবার কোলে।
কেউ যদি শিশুটির ঠিকানা বা আত্মীয় স্বজনের খোঁজ জেনে থাকেন, তাহলে ডিএমপির ভিকটিম সাপোর্ট সেন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। ডিউটি অফিসারের মোবাইল নম্বর ০১৭৪৫-৭৭৪৪৮৭, টিঅ্যান্ডটি নম্বর-০২৯১১০৮৫।