এমটি নিউজ২৪ ডেস্ক : দেড় মাস না যেতেই ফের উত্তপ্ত হয়ে উঠেছে ইডেন মহিলা কলেজ। ইডেন শাখা ছাত্রলীগের স্থগিতাদেশ প্রত্যাহারের পর বুধবার (৯ নভেম্বর) রাতে ক্যাম্পাসে উত্তেজনা দেখা দেয়।
জানা গেছে, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই স্থগিতাদেশ প্রত্যাহারের পর পুরোনো পদে থাকা নেত্রীদের বিরুদ্ধে অভিযোগ তুলে রাস্তায় নামেন সাধারণ শিক্ষার্থীরা।
এদিকে ইডেন ছাত্রলীগের সহসভাপতি ফেরদৌসী আশরাফ লুবনা বলেন, ইডেন শাখা ছাত্রলীগের স্থগিতাদেশ প্রত্যাহারের পরে নেতাকর্মীরা মিলে আমরা আনন্দ উচ্ছ্বাস করেছি। তবে, এটা কোনো ধরনের উত্তপ্ত পরিবেশ নয়। ক্যাম্পাসের অবস্থা স্বাভাবিক।
এর আগে, গত ২৩ সেপ্টেম্বর ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে সিট বাণিজ্য, চাঁদাবাজি, শিক্ষার্থী নির্যাতনসহ বেশ কয়েকটি অভিযোগ ওঠে। এ নিয়ে ওই দিন রাতেই ছাত্রলীগের একাংশের বিক্ষোভে ইডেন কলেজ ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা রীভা ও রাজিয়ার বহিষ্কারের দাবি জানান। পরে রিভা ও রাজিয়াকে অবাঞ্ছিত ঘোষণা করে ছাত্রলীগের একাংশ। এমনকি দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে।
পরে গত ২৫ সেপ্টেম্বর ইডেন কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। একইসঙ্গে কলেজ শাখা ছাত্রলীগের ১৬ জন নেতাকর্মীকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। সেই স্থগিতাদেশ বুধবার (৯ নভেম্বর) রাতে প্রত্যাহার করা হয়। তবে বহিষ্কার হওয়া নেত্রীদের ব্যাপারে কোনো সিদ্ধান্তের কথা এতে বলা হয়নি।