বৃহস্পতিবার, ০১ ডিসেম্বর, ২০২২, ০৯:৪৩:৫৮

হঠাৎ রাজধানী ঢাকায় আর্জেন্টিনার জার্সি বিক্রির ধুম!

হঠাৎ রাজধানী ঢাকায় আর্জেন্টিনার জার্সি বিক্রির ধুম!

এমটিনিউজ২৪ ডেস্ক : পোল্যান্ডের সঙ্গে জয়ের পরেরদিনই ঢাকার বিভিন্নস্থানে বিশেষ করে ফুটপাতে মৌসুমী দোকানগুলোতে আর্জেন্টিনার জার্সির বিক্রি কয়েকগুণ বেড়ে গেছে।  

বিশ্বকাপ শুরুর পর থেকেই বিভিন্ন দলের জার্সি বিক্রি করে আসছিলেন যারা তাদের অনেকেই জানালেন বৃহস্পতিবার আর্জেন্টিনা দলের জার্সি বিক্রি বেড়েছে অন্তত মোট বিক্রির ৭০ ভাগ।  

রাজধানীর বাড্ডা এলাকার ফুটপাতে জার্সি বিক্রি করছিলেন জাকির। তিনি জানান, আজ অন্যান্য দলের তুলনায় আর্জেন্টিনা দলের জার্সি বিক্রি করেছেন ৭০-৭৫ ভাগ।

এরপরেই ব্রাজিল দলের জার্সি বিক্রি করেছেন।  জাকির বলেন, 'আজ সকাল থেকেই মানুষজন আর্জেন্টিনার জার্সি কিনতে হুমড়ি খেয়ে পড়েন। এতো বেশি জার্সি বিক্রি হবে আজ কল্পনাও করিনি। তবে আশা করছি আর্জেন্টিনা ও ব্রাজিল সামনে ভালো করলে ব্যবসাটা এবার ভালো হবে। '

লিঙ্ক রোড এলাকায় শ্যামল নামের এক ব্যক্তি টি-শার্ট বিক্রি করতেন। তিনি বিশ্বকাপ ফুটবল শুরু হওয়ার পর বিভিন্ন দলের জার্সি বিক্রি শুরু করেন। আজ তিনি শুধু আর্জেন্টিনার জার্সিই দুইশোর বেশি বিক্রি করেছেন বলে কালের কণ্ঠকে জানালেন। বললেন, 'গত কয়েকদিন দিনে ১৫-২০ টা জার্সি বিক্রি করেছি। কিন্তু আজ হঠাৎ করেই জার্সি বিক্রি বেড়ে গেছে। দুইশোর বেশি জার্সি বিক্রি করেছি আজ। '

মেরুল এলাকার ষাটোর্ধ্ব নজরুল ইসলাম ফুটপাতে জার্সি বিক্রি শুরু করেছেন। তিনি বললেন, 'আগে টি শার্ট, গেঞ্জি বিক্রি করতাম। বিশ্বকাপ ফুটবল শুরুর পর জার্সি বিক্রি শুরু করেছি। আজ বেচাকেনা বেশ ভালো। মানুষজন আজ আর্জেন্টিনা দলের জার্সি বেশি কিনেছে। '

আফতাব নগর, রামপুরা এলাকায় খোঁজ নিয়ে একই ধরনের বক্তব্য পাওয়া গেছে। রামপুরা এলাকার ইব্রাহিম জানালেন আজ অত্যাধিক জার্সি বিক্রি হওয়ায় বেশ খুশি। সামনে আর্জেন্টিনা-ব্রাজিল দুই দলের জয় চান, এতে তার ব্যবসা আরো জমবে বলে মনে করেন তিনি।

গত রাতে পোল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে আর্জেন্টিনা। কাতারের ‘পোর্টেবল’ স্টেডিয়াম ৯৭৪-এ ম্যাচের শুরু থেকেই ছন্দে ছিল আর্জেন্টিনা। তবে একের পর এক আক্রমণ করলেও সাফল্য পাচ্ছিল না আর্জেন্টিনা। এর মাঝে ৩৮তম মিনিটে পেনাল্টি মিস করেন লিওনেল মেসি! প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে।

বিরতির পর প্রথম মিনিটেই জালের দেখা পায় আর্জেন্টিনা। দলকে এগিয়ে দেন ২৩ বছর বয়সী মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। ৬৭তম মিনিটে দারুণ গোলে ব্যবধান দ্বিগুণ করেন জুলিয়ান আলভারেজ। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে শেষ ষোলো নিশ্চিত করে আর্জেন্টিনা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে