 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
এমটিনিউজ২৪ ডেস্ক : রাজধানীর আরমানিটোলায় মাঠের পাশে একটি আবাসিক ভবনে আগুন লাগার পর তা নিয়ন্ত্রণে আনা গেছে। সকাল ৮টা ৪ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, আরমানিটোলা মাঠের পাশেই একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে কারণ সম্পর্কে এখনও জানা যায়নি।