এমটিনিউজ২৪ ডেস্ক : রাজধানীর তেজগাঁওয়ে কুনিপাড়া বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যা ৭টা ৫২ মিনিটে এ আগুন লাগে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিসের মোবিলাইজিং অফিসার এরশাদ হোসাইন যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। আগুন নিয়ন্ত্রণে তারা কাজ করছেন। এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। কীভাবে আগুন লেগেছে তা জানা যায়নি। আগুন নেভার পর ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে বলে জানান এরশাদ হোসাইন।