মানিকগঞ্জ : মায়ের পরকীয়ায় ছেলের পর মারা গেলেন বাবা। ঘটনাটি ঘটেছে জেলার শিবালয় উপজেলার দুর্গম আলোকদিয়া চরাঞ্চলে। ২য় স্ত্রীর পরকীয়ায় জেরে ৭ বছর বয়সী ছেলে আরিফকে নিয়ে একত্রে বিষপানে আত্মহত্যা করেছেন কৃষক মালেক ভাদুরী (৫০)।
গত দু’দিন ধরে চিকিৎসাধীন পুত্র আরিফ সকালে ও পিতা মালেক বিকেলে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।
জানা গেছে, মালেকের ২য় স্ত্রী দীর্ঘদিন ধরে পরকীয়ায় লিপ্ত থাকায় তাদের সংসারে অশান্তি সৃষ্টি হয়। একপর্যায়ে গত সোমবার মালেক নিজ বাড়িতে ছেলেকে জোর করে বিষপান করিয়ে নিজে একই কায়দায় আত্মহত্যার চেষ্টা করেন।
প্রতিবেশীরা মূমূর্ষূ অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে শিবালয় উপজেলা হাসপাতাল ও পরে সাভারে পাঠায়। দু’দিন পর তারা মারা যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
২৭ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম