মঙ্গলবার, ০৪ এপ্রিল, ২০২৩, ০২:৩৬:৪৩

‘এক কোটি টাকার পাঞ্জাবি উঠাইছিলাম, সব পুইড়া শ্যাষ রে ভাই’

‘এক কোটি টাকার পাঞ্জাবি উঠাইছিলাম, সব পুইড়া শ্যাষ রে ভাই’

এমটিনিউজ২৪ ডেস্ক : আমার চোখের সামনে সব শ্যাষ হইয়া গেল ভাই, আমার সব শ্যাষ। চোখের সামনে টেকা জ্বইলা গেলোরে ভাই। এক কোটি টাকার পাঞ্জাব উঠাইছিলাম। সব পুইড়া শ্যাষ রে ভাই... 

বঙ্গবাজার যখন আগুনে পুড়ছিল পাশে দাঁড়িয়েই এক দোকানদার পুড়ে যাওয়া নিজের দোকানের দিকে তাকিয়ে আর্তনাদ করছিলেন। একটু পর পর নিজের কপাল চাপড়াচ্ছিলেন।

তিনি বলছিলেন, আমি সকাল ৬ টায় খবর পাইছি আইয়া দেখি আগুন আর আগুন। ফায়ার সার্ভিস আমাগো সঙ্গেই ছিল। চাইরটা দোকান ছিল, বঙ্গবাজার দুইটা ইসলামিয়া দুইটা। দামি দামি পাঞ্জাবি উঠাইছিলাম, চোখের সামনে সব জ্বলতাছে রে ভাই। 

বঙ্গবাজার সংলগ্ন সেক্রেটারিয়েট রোডের ফুটপাতের দিকে তাকালে দেখা যায়, শত শত মহাজন মাথায় হাত দিয়ে বসে আছেন। ফেলছেন চোখের পানি। চারদিকে শুধু আহাকার। 

মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুন লাগে। দ্রুত তা ছড়িয়ে পড়ে চারদিকে। এতে পুড়ে যায় দোকানপাট। নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট। প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ ও বাতাসের কারণে আগুন ভয়াবহ রূপ নেয়। আগুন নেভাতে সেনাবাহিনী, বিমানবাহিনী এবং আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী অংশ নিয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে