মঙ্গলবার, ০৪ এপ্রিল, ২০২৩, ০৪:২৩:১৬

‘আমার আর কিছুই রইল না, সব শেষ হইয়া গেল, ক্যামনে বাঁচমু?’

‘আমার আর কিছুই রইল না, সব শেষ হইয়া গেল, ক্যামনে বাঁচমু?’

এমটিনিউজ২৪ ডেস্ক : ‘সাড়ে ৬টায় আগুন লাগার খবর পাইছি। বাসা থেকে বাইর হইয়া মার্কেটে আসতে আসতেই আমার সব শেষ! আমি এখন ক্যামনে বাঁচমু? আমার আর কিছুই রইল না। সব শেষ হইয়া গেল।’

এভাবেই আর্তনাদ করছিলেন ব্যবসায়ী সিয়াম মিয়া। বঙ্গবাজারের আগুনে পুড়ে গেছে তার কাপড়ের দোকানটি। সিয়াম মিয়াই নন, মঙ্গলবারের (৪ এপ্রিল) আগুনে পুড়ে গেছে বঙ্গবাজারের অসংখ্য ব্যবসায়ীর স্বপ্ন। ঘটনাস্থলে ঘুরলেই দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে ব্যবসায়ীদের আর্তনাদ।

সিয়াম মিয়া বলেন, এ দেশে সব কিছুতেই সিন্ডিকেট। নারায়ণগঞ্জ থিকা গুলিস্তানে আসতে সাড়ে চাইর শ টাকা ভাড়া চায়। আমার দোকানে আগুন লাগছে, সেইটা বলার পরও কেউ আগায়ে আসে নাই। এ দ্যাশে কি কারো সাহায্য পাওয়া যাবে না। কাউরে না পাইয়া দৌড়াইয়া আইছি।

মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুন লাগে। দ্রুত তা ছড়িয়ে পড়ে চারদিকে। এতে পুড়ে যায় দোকানপাট। নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট। প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ ও বাতাসের কারণে আগুন ভয়াবহ রূপ নেয়। আগুন নেভাতে সেনাবাহিনী, বিমানবাহিনী এবং আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী অংশ নিয়েছে।

এ ছাড়া ঘটনাস্থলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্যান্য বাহিনীর পাশাপাশি কাজ করছেন বিজিবির সদস্যরাও। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। এ ঘটনায় ১২ জন আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে