ঢাকা: চলমান রাজনৈতিক পরিস্থিতিসহ বেশ কিছু বিষয়ে আলোচনা করতে জরুরি সভা ডেকেছে আওয়ামী লীগ। শনিবার (২৯ জুলাই) বিকেলে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।
জানা গেছে, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ জ্যেষ্ঠ নেতারা। আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান বলেন, বিকাল সাড়ে ৪টায় বঙ্গবন্ধু এভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি যৌথসভা অনুষ্ঠিত হবে।
এদিকে, শেখ হাসিনার পদত্যাগসহ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের এক দফার দাবিতে পূর্বঘোষণা অনুযায়ী শনিবার সকাল ১১টায় গাবতলী, উত্তরা, নয়াবাজার ইউসুফ মার্কেট ও শনির আখড়া এলাকায় অবস্থান নেয় বিএনপির নেতাকর্মীরা।
এ সময় রাজধানীর ধোলাইখাল মোড়, গাবতলী, মাতুয়াইল, উত্তরা ও সিদ্ধিরগঞ্জে পুলিশ ও আওয়ামী লীগের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় ও দলটির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমানকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।