সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:২৯:৫২

রাতে বাড্ডায় গুলিবিদ্ধ দুজন মারা গেছেন

রাতে বাড্ডায় গুলিবিদ্ধ দুজন মারা গেছেন

ঢাকা : রাজধানীর বাড্ডায় গুলিবিদ্ধ চার ব্যক্তির মধ্যে দুজন গুলশানের একটি হাসপাতালে মারা গেছেন।  নিহত দুজন হলেন মানিক ও শামছু।  আজ রাত ৯টার দিকে বাড্ডার আদর্শনগর এলাকায় গুলিবিদ্ধ হন তারা।


নিহত দুজন আওয়ামী লীগ নেতা বলে বিভিন্ন সংবাদমাধ্যমে জানা গেছে।  তবে তারা আওয়ামী লীগের সাথে জড়িত কিনা তার সঠিক তথ্য পাওয়া যায়নি।  

আহত দুই ব্যক্তির একজনের নাম গামা, অপরজনের পরিচয় জানা যায়নি।

মানিক ও শামছুর নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।  

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল গণমাধ্যমকে জানান, ওই চার ব্যক্তি আজ রাতে বাড্ডার আদর্শনগর এলাকায় দাঁড়িয়ে কথা বলছিলেন।  এ সময় দুর্বৃত্তরা তাদের গুলি করে পালিয়ে যায়।
১৩ আগস্ট,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে