তেমনি ঢাকা শহরের মানুষের জন্য ঐতিহ্যবাহী সকল প্রকার মিষ্টির এক বিশেষ প্লাটফর্ম নিয়ে এসেছে ফ্রেসফুডবিডি। এজন্য তাদের রয়েছে প্রতিটি অঞ্চলে প্রডাক্ট কালেকশান টিম এবং সুদক্ষ ডেলিভারি টিম। দেশের প্রত্যন্ত অঞ্জলের ঐতিহ্যবাহী মিষ্টিগুলো সংগ্রহ করে এনে সরাসরি গ্রাহকদের বাসা/অফিসে পৌঁছে দেন প্রতিষ্ঠানটি।
বর্তমানে এখানে পাবেন, কুমিল্লার বিখ্যাত রসমালাই, বগুড়ার দই, টাঙ্গাইলের চমচম, শেরপুরের ক্ষির, কুষ্টিয়ার প্যাড়া সন্দেস, যশোরের সাদেকগোল্লা পাওয়া যাচ্ছে। এছাড়াও খুব দ্রুতই যোগ হচ্ছে মুক্তাগাছার মন্ডা, নাটোরের কাচাগোল্লা, ফরিদগঞ্জ এর আউয়ালের রসগোল্লা, নওগার বালিশ মিষ্টি।
বর্তমানে অনলাইনে কেনাকাটা খুব দ্রুত হারে বাড়ছে কিন্তু সেখানে এইসব ঐতিহ্যবাহি খাবার সমুহের কোন সার্ভিস এতদিন পর্যন্ত ছিলো না। ফ্রেসফুডবিডিই সর্ব প্রথম ২৪শে এপ্রিল থেকে এই সার্ভিস ঢাকা শহরে দেওয়া শুরু করেছে। অতি শ্রীঘ্রই দেশের অন্যান্য শহরগুলোতে এই সার্ভিস চালু করার ইচ্ছা আছে বলে জানান উদ্যোক্তা ইয়াছিন খান। দেশ-বিদেশের যে কোন স্থান থেকে অডার দিতে পারেন প্রতিষ্ঠানটির লিংকে: Freshfoodbd.com
ফ্রেসফুড বিডির উদ্যোক্তা মো: ইয়াছিন খানের সাথে কথা বললে তিনি জানান, অনেকদিন ধরেই তার ইচ্ছা ঢাকার মানুষদের কাছে ঐতিহ্যবাহী খাবার তুলে ধরা। আমাদের ঐতিহ্যকে সবার সামনে নিয়ে আসা। এজন্য তিনি খুব দ্রুত ফিজিকাল স্টোর নেওয়ারও চিন্তা করছেন।
১২ আগস্ট ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি