এমটিনিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) একটি নারিকেল গাছ ভেঙে পড়ায় একজন রিকশাচালক নিহত ও দুজন শিক্ষার্থী আহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে দুঃখজনক এই ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, নিহত রিকশাচালকের নাম শফিকুল ইসলাম। তিনি শেরপুর সদর উপজেলার চক আন্দারিয়া গ্রামের মো. হাফেজর ছেলে।
গুরুতর আহত অবস্থায় প্রথমে রিকশা চালককে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পৌনে ৬টায় তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃষ্টি শুরু হওয়ার পর যখন বাতাস হচ্ছিল তখনি গাছের ওপরের দিকের অংশ হতে গাছের বড় একটি অংশ ভেঙে পরে। রিকশাচালক বৃষ্টি শুরু হওয়ায় তার যাত্রীকে প্লাস্টিক দিয়ে এখানে এসে দাঁড়ান। এ সময় গাছের অংশটি ভেঙে পরলে তিনি মারাত্মক আহত হন। আরো দুজন শিক্ষার্থী বৃষ্টির কারণে গাছের নিচে দাঁড়ালে তারাও আহত হন।
ঢাকা মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, গাছ ভেঙে পড়ার ঘটনায় একজন নিহত ও দুজন আহত হয়েছেন। নিহত যিনি হয়েছেন তিনি একজন রিকশাচালক। আর আহত দুজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
রিকশায় থাকা ঢাবি শিক্ষার্থী ওয়াহিদা বলেন, আমি রিকশায় বসেছিলাম। ঝড় দেখে চালক বলছিলেন, আমি একটু সামনে দায়ড়াই ঝড়টা একটু কমলে যাব। এর মধ্যেই ঢাল ভেয়ে পড়ে। আমি পায়ে আঘাত পেয়েছি।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আল মোমেন বলেন, মৃতের কাছে থেকে পাওয়া মোবাইল ফোন দিয়ে তার স্বজনদের সাথে কথা বলা হয়েছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।