এমটিনিউজ২৪ ডেস্ক : দক্ষিণ কেরানীগঞ্জে থানার বাঘাসুর এলাকায় বৌ-ভাত অনুষ্ঠানে যোগ দেওয়ার আগ মুহূর্তে সড়ক দুর্ঘটনায় অংশুমান (২৮) এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (১৪ অক্টোবর) বিকালে এ দুর্ঘটনা ঘটে।
গুরতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল, সেখান থেকে বিকাল সোয়া ৪টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, নিহতের মরদেহটি ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
নিহতের বন্ধু আশিক হোসেন শুভ বলেন, শুক্রবার অংশুর বিয়ে হয়, এর আগের দিন হয়েছে গায়ে হলুদ। আজ বৌভাতের অনুষ্ঠান ছিল। তার স্ত্রীর নাম আফরিন।
তিনি আরও বলেন, অংশু কেরানীগঞ্জ রুহিতপুর বাসা থেকে মোটরসাইকেল চালিয়ে আব্দুল্লাহপুর যান। সেখান থেকে তার সুট নিয়ে বৌভাত অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ফিরছিলেন।
পথে দক্ষিণ কেরানীগঞ্জের বাঘাসুর নামক এলাকায় একটি ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি পড়ে গিয়ে গুরুতর আহত হন। সেখান থেকে আশপাশের লোকজন তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে খবর পেয়ে স্বজনরা সেখান থেকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।
নিহত অংশুমান কেরানীগঞ্জ রুহিতপুরে নাসিম হোসেন অপুর ছেলে। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং উপর পড়াশোনা করছিলেন।