বৃহস্পতিবার, ০৪ এপ্রিল, ২০২৪, ০৯:০০:২৮

৮ বছরের সুমন নামাজ শিক্ষার বই বিক্রি করত, মারা গেল দুই বাসের চাপায়

৮ বছরের সুমন নামাজ শিক্ষার বই বিক্রি করত, মারা গেল দুই বাসের চাপায়

এমটিনিউজ২৪ ডেস্ক : রাজধানীর গুলিস্তানে দুই বাসের মাঝে চাপা পড়ে সুমন (৮) নামে এক শিশু নিহত হয়েছে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকেল ৪টার দিকে গুলিস্তান আহাদ পুলিশ বক্স সংলগ্ন সেন্ট্রাল মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতাবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বিকেল পৌনে ৫টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা কমিউনিটি পুলিশ মো. বাবু ও বাসশ্রমিক ফয়সাল দেওয়ান জানান, শিশুটি বাসে ফেরি করে নামাজ শিক্ষার বই বিক্রি করত। বিকেলে আহাদ পুলিশ বক্স সংলগ্ন সেন্ট্রাল মসজিদের সামনে রাস্তায় দাঁড়িয়ে ছিল সে।

তিনি আরও জানন, সেখানে জৈনপুর এক্সপ্রেস নামে একটি বাস দাঁড় করানো ছিল। অন্যদিকে বিআরটিসির একটি দ্বিতল বাস পার্কিংয়ের জন্য পেছনের দিকে চালাচ্ছিল। তখন ওই বাস দুটির মাঝে চাপা পড়ে শিশুটি। এতে গুরুতর আহত হয় সে। দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। তবে চিকিৎসক তাকে মৃত বলে জানান।

খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন সুমনের সৎবাবা আবদুস সামাদ। তিনি জানান, সুমনের বাবা আলমগীর কয়েক বছর আগে মারা গেছেন। এরপর থেকে সে মা লাবণী আক্তার ও সৎবাবা সামাদের সঙ্গে গুলিস্তান স্টেডিয়াম এলাকায় থাকত। বাসে হকারি করে নামাজ শিক্ষার বই বিক্রি করে সে। মা-বাবাও হকারি করেন। বিকেলে খবর পান, দুই বাসের মাঝে চাপা পড়েছে সুমন।

পল্টন থানার উপপরিদর্শক (এসআই) অসিত কুমার বিশ্বাস জানান, ঘটার খবর শুনে হাসপাতালে গিয়ে সুমনের মহদেহ দেখতে পান। ঘটনার বিস্তারিত জানার জন্য কাজ চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে