অ্যাড. এমদাদুল হক লাল, আদালত প্রতিনিধি: নাশকতার পল্টন থানার দুই মামলায়সহ এক বিস্ফোরক মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৯৩ বিরুদ্ধে পৃথক তিনটি অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।
রোববার ঢাকার সিএমএম আদালতের পল্টন থানার সংশ্লিষ্ট জিআর শাখায় এ অভিযোগপএ দাখিল করা হয়েছে।
জানাগেছে,পল্টন থানার এসআই আব্দুল জলিল পল্টন থানার ৩(১)১৫ মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলসহ ৪০ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন । অপরদিকে পল্টন ৫(১)১৫ মামলায় বিস্ফোরক ও দণ্ডবিধি আইনে মির্জা ফখরুলসহ ৫৩ জনের বিরুদ্ধে আলাদা দুটি অভিযোগপত্র দাখিল করেন পল্টন থানার এসআই বিবেকানন্দ দেবনাথ।
পল্টন ৩(১)১৫ মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমান, চেয়ারপারসনের উপদেষ্টা শামছুজ্জামান দুদু, প্রচার সম্পাদক জয়নুল আবেদীন ফারুক, ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, বিএনপি নেতা রাজীব আহসানসহ ৪০ জনের নাম উল্লেখ করা হয়েছে।
মামলায় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আওয়াল মিন্টু, জয়নুল আবেদীন ফারুকসহ ২২ জনকে পলাতক দেখিয়ে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে।
গত ২০১৫ সালের ৪ জানুয়ারি পল্টন মডেল থানাধীন আজাদ প্রোডাক্টসের সামনে গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় পল্টন থানার এসআই মো.জুলহাস মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
অপরদিকে পল্টন ৫(১)১৫ মামলায় বিস্ফোরণ ও পেনাল দণ্ড বিধিতে আইনে আলাদা দুই চার্জশিটে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা শামছুজ্জামান দুদুসহ ৫৩ জনের নাম উল্লেখ রয়েছে।
এমামলায় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, প্রচার সম্পাদক জয়নুল আবেদীন ফারুক, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আওয়াল মিন্টুসহ ২৩ জনকে পলাতক দেখিয়ে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে।
গত ২০১৫ সালের ৫ জানুয়ারি পল্টন থানাধীন ফকিরাপুল হোটেল বকশির সামনে পুলিশ কনেস্টবলের মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুরের ঘটনায় পল্টন থানার এসআই মনিবুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
১৪ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস