অ্যাড. এমদাদুল হক লাল, আদালত প্রতিনিধি: বইতে ইসলাম ধর্মীয় অবমাননার অভিযোগে তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা মামলায় আদালত ব-দ্বীপ প্রকাশনীর স্বত্ত্বাধিকারীসহ তিনজনকে বিভিন্ন মেয়াদে রিমান্ড দিয়েছেন।
গ্রেফতারকৃত তিনজনকে মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম মো. আমিরুল হায়দার চৌধুরীর আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে শাহবাগ থানার পুলিশ।
উভয় পক্ষের শুনানি শেষে আদালত ব-দ্বীপ প্রকাশনীর স্বত্ত্বাধিকারী মো. শামসুজ্জোহা মানিককে ৫দিন, প্রকাশনীর কর্মকর্তা ফকির তসলিম উদ্দিন কাজলকে দুইদিন ও লেখক শামসুল আলম চঞ্চলকে একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
সোমবার রাতে লেখা বইতে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয় এমন বই অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশের অভিযোগে ব-দ্বীপ প্রকাশনীর স্বত্ত্বাধিকারী শামসুজ্জোহা মানিকসহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ।
মামলায় পুলিশের রিমান্ড প্রতিবেদনে বলা হয়েছে,তারা বই লিখে ওয়েবসাইটেও ছেড়ে দিয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ (২) ধারায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
প্রতিবেদনে আরো উল্লেখ্য করা হয়েছে, এর আগে ধর্ম অবমাননার দায়ে অমর একুশে গ্রন্থমেলার ব-দ্বীপ প্রকাশনীকে সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়। পুলিশ সোমবার বিকেলে মেলার পঞ্চদশ দিনে সোহরাওয়ার্দী উদ্যানের ব-দ্বীপ প্রকাশনীর (১৯১ নম্বর) স্টল বন্ধ করে দেয় ।
সংস্থাটির অধিকাংশ বইয়েই শামসুজ্জোহা মানিকের মৌলিক রচনা অথবা সম্পাদনাপ্রকাশিত হয়েছে। ব-দ্বীপ প্রকাশনা থেকে প্রকাশিত শামসুজ্জোহা মানিকের অন্যান্য বইগুলো হলো, ‘বাংলাদেশে গণতন্ত্রের সমস্যা’, ‘ধর্ম ও বাঙ্গালীর পুনরেকত্রীকরণ’, ‘ধর্মের রাজনীতি ও আধুনিক সভ্যতা’, ‘বাংলাদেশের দুর্বৃত্তায়ন’ ‘নারী ও ধর্ম’, ‘বাংলাদেশের সঙ্কট’, ‘ধর্ম ও যাতাকলে বাঙ্গালী জাতি’, ‘ইসলামের ভূমিকা ও সমাজ উন্নয়নের সমস্যা’, ‘ইসলাম বিতর্ক’, ‘ইসলামে নারীর অবস্থান’ প্রভৃতি।
১৬ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস