বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৬, ০৩:৩৩:৪৮

অকালে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বুয়েট ছাত্রের

অকালে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বুয়েট ছাত্রের

ঢাকা : অকালে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বুয়েট ছাত্রের।  ঘটনাটি ঘটেছে রাজধানীর মগবাজার রেলগেটে।  ট্রেনের ধাক্কায় তানভীর গওহর তপু (২৩) মারা গেছেন।

বুধবার বেলা সোয়া ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত তপু বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। তার গ্রামের বাড়ি কুমিল্লার কোতয়ালির কালিয়াজুড়িতে।  তারা সপরিবারে বড় মগবাজার ডাক্তার গলির একটি বাসায় ভাড়া থাকতেন।

তার পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে টিউশনি করার জন্য তপু বাসা থেকে বের হন।  মগবাজারে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হলে পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে মালিবাগের ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

এরপর খবর পেয়ে পরিবারের লোকজন এসে তপুকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসে।  সেখানে বেলা সোয়া ১২টার দিকে তিনি মারা যান।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ সেন্টু চন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য তার লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
১৭ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে