বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৬, ০৬:৩৬:৩৭

অন্য এক নারীর দুধ খেয়ে হাসছে পলিথিনে পাওয়া নবজাতক

 অন্য এক নারীর দুধ খেয়ে হাসছে পলিথিনে পাওয়া নবজাতক

ঢাকা : অন্য এক নারীর দুধ খেয়ে হাসছে পলিথিনে পাওয়া নবজাতকটি।  সাভারের ধামরাইয়ের সূয়াপুর বাজারের দক্ষিণ পাশে গ্রামীণফোন টাওয়ারের কাছে একটি পুকুরপাড়ে পলিথিনের ভেতর পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয় এক নবজাতক ছেলে শিশুকে।  

জীবিত অবস্থায় উদ্ধার করে থানা পুলিশ।  বুধবার দুপুর ১টার দিকে নবজাতক শিশুটিকে উদ্ধার করা হয়।  বর্তমানে শিশুটি রাবিয়া নামের এক মহিলার বুকের দুধ পান করে সুস্থ রয়েছে বলে জানা গেছে।  তবে কে বা কারা শিশুটিকে ফেলে রেখে গেছে তা এখনো জানা যায়নি।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার সূয়াপুর বাজারের দক্ষিণ পাশে গ্রামীণফোন টাওয়ারের কাছে একটি পুকুরপাড়ে পলিথিনের ভেতর নবজাতক একটি ছেলে শিশুকে পরিত্যক্ত অবস্থায় দেখতে পায় স্থানীয়রা।  

এ সময় সূয়াপুর ইউপির গ্রামপুলিশ ফজল হক ওই নবজাতক শিশুটিকে উদ্ধার করে তার স্ত্রী রাবিয়া বেগমের বুকের দুধ পান করতে দেন।  শিশুটি রাবিয়ার বুকের দুধ খাওয়ার পর হাসতে থাকে।

এ খবর শুনে এলাকার শত শত নারী-পুরুষ, শিশু, বৃদ্ধা, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ শিশুটিকে একনজর দেখার জন্য ভিড় জমায়।  পরে পুলিশে খবর দিলে ধামরাই থানার উপ-পুলিশ পরির্দশক (এসআই) ভজন রায় ঘটনাস্থল গিয়ে শিশুটিকে উদ্ধার করেন।

এ ব্যাপারে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক বলেন, উদ্ধার হওয়া নবজাতককে ঢাকা শিশু নিবাসে পাঠানোর জন্য সমাজসেবার সহকারী কর্মকর্তা সাজেদা বেগমের কাছে হস্তান্তর করা হয়েছে।
১৭ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে