বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪, ০৪:২৭:৩৫

রূপালী ব্যাংকের ভেতরে ডাকাত, বাইরে ঘিরে রেখেছে র‍্যাব-পুলিশ

রূপালী ব্যাংকের ভেতরে ডাকাত, বাইরে ঘিরে রেখেছে র‍্যাব-পুলিশ

এমটিনিউজ২৪ ডেস্ক : ঢাকার কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের ভেতরে ডাকাত ঢুকেছে এমন খবরে এলাকাবাসী ব্যাংকটির সামনে অবস্থান নিয়েছে। পরে খবর পেয়ে পুলিশ-র‍্যাবসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাইরে থেকে ব্যাংকটি ঘিরে রেখেছেন। 

এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর সদস্যরা ভেতরে থাকা ডাকাতদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে ব্যাংকটিতে ঢুকে ডাকাত দলের সদস্যরা।

পুলিশ সূত্রে জানা যায়, দুপুর ২টার দিকে কেরানীগঞ্জে পূবালী ব্যাংকের একটি শাখাতে একদল ডাকাত প্রবেশ করে। পরে বিষয়টি এলাকায় জানাজানি হয়। এরপর ব্যাংকের পার্শ্ববর্তী একটি মসজিদ থেকে মাইকিং করে ব্যাংকে ডাকাত হানা দেওয়ার তথ্য জানানো হয়। পরে পুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্যরা ব্যাংকটি বাইর থেকে ঘিরে রেখেছেন।

ঢাকা জেলা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আমরা জানতে পেরেছি দুপুর ২টার দিকে ডাকাত দলের সদস্যরা ব্যাংকটিতে প্রবেশ। তাদের হাতে অস্ত্র রয়েছে বলে আমাদের কাছে তথ্য এসেছে। আমরা তাদের আত্মসমর্পণ করানোর চেষ্টা করছি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে