শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪, ০৩:৩৯:৫৩

ব্যাংক ডাকাতির পরিকল্পনা করা হয়েছিল ১ মাস আগে: ওসি মাজহার

ব্যাংক ডাকাতির পরিকল্পনা করা হয়েছিল ১ মাস আগে: ওসি মাজহার

এমটিনিউজ২৪ ডেস্ক : কেরানীগঞ্জের চুনকুটিয়ার রূপালী ব্যাংকে ডাকাতি করতে এক মাস আগেই পরিকল্পনা করা হয়েছিল বলে জানিয়েছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম। 

তিনি জানান, একাধিকবার রেকি করে ব্যাংকে হানা দেয় ডাকাত দল। গ্রেপ্তারকৃতরা কিশোর গ্যাংয়ের সদস্য। ডাকাতিতে সফল হলে তাদের বড় গ্যাং তৈরির পরিকল্পনা ছিল।

আজ শুক্রবার (২০ ডিসেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

কেরানীগঞ্জ দক্ষিণ থানার ওসি জানান, কেরানীগঞ্জের কদমতলীর খালপাড়ে ফুটবল খেলতে গিয়ে পরিচিয় হয় রূপালী ব্যাংকে ডাকাতি চেষ্টা করা তিন ডাকাতের। ডাকাতিতে নেতৃত্ব দেওয়া লিয়ন মোল্লা ওরফে নিরবই এক মাস আগে আরাফাত ও সিফাতকে নিয়ে ডাকাতির পরিকল্পনা করে। একাধিকবার রেকি করে হানা দেয় ব্যাংকে।

তিনি আরও বলেন, ডাকাতির ঘটনার মামলা করা হয়েছে। এ ছাড়া এ ঘটনার নেপথ্যে কেউ আছে কিনা তা জানতে তিন আসামিকে রিমান্ড চেয়ে আদালতে তোলা হবে। ডাকাতির সঙ্গে এখন পর্যন্ত ব্যাংকের কারো সম্পৃক্ততা পাওয়া যায়নি। তবে রিমান্ডে পেলে এ বিষয়ে বিস্তর জিজ্ঞাসাবাদ করা হবে।

এর আগে গতকাল বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরের দিকে সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা রূপালী ব্যাংক জিঞ্জিরা শাখার দ্বিতীয় তলায় প্রবেশ করে। 

ব্যাংকে প্রবেশের পরপরই নিচতলায় বিভিন্ন ব্যবসায়ী ডাকাতদের উপস্থিতি টের পেয়ে ব্যাংকের প্রবেশ ও বের হওয়ার দরজাটি বন্ধ করে দেন। এরপরই আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুরো ব্যাংকটি ঘিরে ফেলেন। পরে তিন ডাকাত আত্মসমর্পণ করে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে