শুক্রবার, ০৭ মার্চ, ২০২৫, ০৯:৩৪:৩১

একদল লোক অস্ত্রের মহড়া দিচ্ছিল, রাজধানীতে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে গণপিটুনি

একদল লোক অস্ত্রের মহড়া দিচ্ছিল, রাজধানীতে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে গণপিটুনি

এমটিনিউজ২৪ ডেস্ক : রাজধানীর মগবাজার এলাকায় এক ব্যক্তিকে প্রকাশ্যে গণপিটুনির অভিযোগ পেয়েছে পুলিশ। গতকাল বুধবার রাতে টিঅ্যান্ডটি কলোনি এলাকায় ওই ব্যক্তি গণপিটুনির শিকার হন। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশের এক কর্মকর্তা জানান, গণপিটুনিতে আহত ব্যক্তির নাম মাহফুজুর রহমান (বিপু)।

তিনি শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সহযোগী বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছেন তারা। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

টিঅ্যান্ডটি কলোনি এলাকায় বুধবার রাত ৮টার দিকে একদল লোক অস্ত্রের মহড়া দিচ্ছিল। ওই সময় এ ঘটনা ঘটে জানিয়ে পুলিশের ওই সূত্র জানায়, সেখানে মাহফুজুর রহমানও ছিলেন।

এ ঘটনাকে কেন্দ্র করে মাহফুজুর রহমানকে গণপিটুনি দেওয়া হয়। তখন স্থানীয় একটি মসজিদ থেকে মাইকে ঘোষণা দিয়ে সন্ত্রাসীদের ধরতে আহ্বান জানানো হয়েছিল।

পুলিশ জানায়, রাত ৮টার এ ঘটনার পর পুলিশ ও সেনাবাহিনী মগবাজার টিঅ্যান্ডটি কলোনি এলাকায় অভিযান শুরু করে।

মাহফুজুরকে হাসপাতালে নিয়ে যান হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) সেলিম উল্লাহ।

তিনি বলেন, ‘রাতে টিঅ্যান্ডটি কলোনি এলাকায় হট্টগোলের খবর পেয়ে সেখানে গিয়ে ঘটনাস্থল থেকে মাহফুজুর রহমানকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। এরপর তাদের গাড়িতে তুলে নিয়ে তাকে ঢাকা মেডিক্যালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে তার স্বজনদের জিম্মায় দেওয়া হয়।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে