রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ০৩:৩৮:৪০

গণপিটুনিতে কিলার বাবু ওরফে টেরা বাবু নিহত

গণপিটুনিতে কিলার বাবু ওরফে টেরা বাবু নিহত

এমটিনিউজ২৪ ডেস্ক : রাজধানীর লালবাগের শহীদনগর এলাকায় গণপিটুনিতে তোফিকুল ইসলাম ওরফে কিলার বাবু ওরফে টেরা বাবু (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। রবিবার (১৭ আগস্ট) সকালে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল খান জানান, শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শহীদনগর লোহার ব্রিজ এলাকায় জনতা তৌফিকুল ইসলামকে গণপিটুনি দিয়ে আজিমপুর আর্মি ক্যাম্পে খবর দেয়। ক্যম্পের সদস্যরা আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যালে নিলে সে মারা যায়।

ওসি বলেন, ‘নিহত যুবক ওই এলাকায় কিলার বাবু ওরফে টেরা বাবু নামে পরিচিত। তার নামে লালবাগ থানায় মাদক মামলাসহ ৮-১০টি মামলা রয়েছে। তার বাসা শহীদনগর এলাকায়, বাবার নাম ইউনুছ খান। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে