সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:২৮:৪৩

রাজধানীতে ঝটিকা মিছিলের চেষ্টাকালে আ. লীগ নেতাদের গণপিটুনি দিল উপস্থিত জনতা

রাজধানীতে ঝটিকা মিছিলের চেষ্টাকালে আ. লীগ নেতাদের গণপিটুনি দিল উপস্থিত জনতা

এমটিনিউজ২৪ ডেস্ক : এবার রাজধানীতে ঝটিকা মিছিলের চেষ্টা করায় আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মীকে গণপিটুনি দিয়েছে উপস্থিত জনতা।

আজ সোমবার দুপুরে মতিঝিল এলাকায় এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে আওয়ামী লীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি ঝটিকা মিছিলের চেষ্টা চালালে তাদের ঘিরে ধরে পিটুনি দিচ্ছে জনতা। পরে তাদের মধ্যে আটক দুজনকে পুলিশের হাতে তুলে দেওয়া হচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে